Logo
×

Follow Us

খেলাধুলা

ইন্টারকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন সেভিয়া

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০৪:০৭

ইন্টারকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন সেভিয়া

লুক ডি ইয়ংয়ের জোড়া গোলে ইন্টার মিলনকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতলো সেভিয়া। 

২১ আগস্ট (শুক্রবার) রাতে জার্মানির কোলনের ফাইনালে ম্যাচের পঞ্চম মিনিটে লুকাকুর স্পট কিক থেকে এগিয়ে যায় ইন্টার। শুরুতে এগিয়ে গেলেও অবশ্য ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইন্টার। ১২তম মিনিটে জেসুস নাভাসের লং পাস থেকে হেডে দুর্দান্ত গোল করে সেভিয়াকে সমতায় ফেরান ডি ইয়ং।  

৩৩তম মিনিটে এভার বানেগার নেওয়া ফ্রি-কিক থেকে লাফিয়ে ওঠে আবারও হেডে ইন্টারের জালে বল জড়িয়ে দেন ডি ইয়ং। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেভিয়াও। ৩৫তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচের ফ্রি-কিক থেকে হেডে গোল শোধ করেন দিয়েগো গডিন।  

কিন্তু বিরতির পর লুকাকুর আত্মঘাতী গোল আর শোধ করতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা। শেষ মুহুর্তে অবশ্য সুযোগ পেয়েছিলেন বদলি হিসেবে নামা মোজেজ। কিন্তু কাজে লাগাতে পারেননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫