
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এর আগে সুইজারল্যান্ড ও স্পেনের বিপক্ষে লিড নিয়েও জয় পায়নি জার্মানি। শনিবার রাতে ইউক্রেনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জোয়াকিম লো’র শিষ্যরা। অন্যদিকে অপর ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্পেন।
ইউক্রেনের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় জার্মানি। এ সময় মাতিয়াস গিন্টার গোল করে এগিয়ে নেন দলকে। এরপর বেশ কিছু জোরালো আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি জার্মানি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।
দ্বিতীয়ার্থে মাঠে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন লিওন গোরেজকা। এ সময় ইউক্রেনের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়ান তিনি। অবশ্য ৭৯ মিনিটে পেনাল্টি থেকে ইউক্রেনের রুসলান মালিনোভস্কি গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই আর গোল পায়নি। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা।
এই জয়ে ইউক্রেনকে টপকে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে জার্মানি। ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ তাদের। আর সমান ম্যাচ থেকে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন।
এদিকে, মাদ্রিদের ডি স্টেফানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে লিড নিতে মাত্র ১৪ মিনিট সময় নেয় স্বাগতিকরা। সুইস কিপার ইয়ান সোমারের ভুল পাসের ফায়দা নিয়ে স্পেনকে এগিয়ে দেন সোসিয়েদাদ স্ট্রাইকার মিকেল ওইয়ারজাবাল। তবে এরপর আর ভুল করেননি সোমার। সুইজারল্যান্ড গোলরক্ষকের নৈপুণ্যেই আর গোলের দেখা পায়নি স্পেন।