প্রেসিডেন্টস কাপ: কঠিন সমীকরণের প্যাঁচে ফাইনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১৯:২৩

বিসিবি প্রেসিডেন্টস কাপে এখনো নিশ্চিত নয় ফাইনালে যাবে কোন দুই দল। চার ম্যাচ খেলে মাহমুদউল্লাহ একাদশের জয় দুটা। নাজমুল শান্ত-র দল খেলেছে তিন ম্যাচ জয় দুটায়। আর এক জয় পাওয়া তামিম ইকবালের দলের জিততেই হবে ফাইনাল সমীকরণে টিকে থাকতে।
সেক্ষেত্রে রানরেটে নির্ধারিত হবে ফাইনালিস্ট। দু'দলের প্রথম লেগে নাজমুল শান্তর দলকে বড় ব্যবধানে হারিয়েছিল তামিম একাদশ। উভয় দলের ভাবনার নাম টপ অর্ডারের অফ ফর্ম। তবে মিডল অর্ডারে মুশফিকুর রহিমের ধারাবাহিকতা অ্যাডভান্টেজ নাজমুল একাদশের।
তাই লিস্ট নির্ধারণের লক্ষ্যে বুধবার শেষ হচ্ছে লিগ পর্ব। দুপুর দেড়টায় মুখোমুখি হবে তামিম ইকবাল-নাজমুল শান্ত একাদশ।