Logo
×

Follow Us

খেলাধুলা

সানজিদার গায়ে হলুদে ভাইরাল ছবির গল্প

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ২১:৫৩

সানজিদার গায়ে হলুদে ভাইরাল ছবির গল্প

জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য সানজিদা ইসলাম। দীর্ঘ সময় ধরে খেলে যাচ্ছেন জাতীয় দলের হয়ে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা সাফল্য ২০১৮ নারী এশিয়া কাপ জয়েও দলের সদস্য ছিলেন তিনি।

সম্প্রতি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সানজিদা। জীবন-সঙ্গী হিসেবেও বেচে নিয়েছেন আরেক ক্রিকেটারকে। জাতীয় লিগে রংপুর বিভাগের হয়ে খেলা মিম মোসাদ্দেকের সঙ্গে বেধেছেন জীবনের নতুন জুটি।


ক্রিকেটার সানজিদার গায়ে হলুদের সাজে ক্রিকেট খেলার ছবি হয়তো আপনার চোখে পরেছে। কিন্তু এর পেছনের গল্প একেবারেই ভিন্ন। কোন পরিকল্পনা ছাড়াই এমন ছবিতে ধরা পড়েন জাতীয় দলের এই নারী ক্রিকেটার। আর সেটি সামাজিক মাধ্যমে যেতেই হয়ে পড়ে ভাইরাল।

বেশিরভাগ মানুষ এটাকে ইতিবাচক হিসেবে নিলেও, অনেকে নেতিবাচক মন্তব্য করতেও ছাড়েননি। যা সদ্য বিবাহিত সানজিদার শ্বশুরবাড়িতেও তাকে প্রশ্নের মুখে ফেলে।


বিয়ের আগে শনিবার গায়ে হলুদের ফটোশ্যুট করতে সানজিদা-মোসাদ্দেক যান রংপুর স্টেডিয়ামে। সেখানে কাশবনে ফটোশ্যুট করার কথা থাকলেও কিশোরদের খেলতে দেখে ব্যাট হাতে দাঁড়িয়ে যান সানজিদা।

সেসব মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে যায় বন্ধুর ক্যামেরায়। সেই ছবি পেয়ে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।


আসলে সানজিদার জীবনটাই ক্রিকেটময়। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ২০০৯ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। তিন বছরের মধ্যেই ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়। এর দুই বছর পরেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৫৪ ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন।


২০১৪ সালে বিকেএসপি পাঠ চুকিয়ে রংপুরে ফিরে যান। এরপর রংপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু। সেখানেই আরেক ক্রিকেটার মোসাদ্দেকের সঙ্গে পরিচয়। দুজনেরই দুজনকে ভালো লেগে যায়, শুরু হয় মনের আদান-প্রদান। ছয় বছরের প্রেম অবশেষে পরিণতিতে গড়ায় দুই পরিবারের সম্মতি ও আয়োজনে। সানজিদার মতো শীর্ষ পর্যায়ে না খেললেও মোসাদ্দেকের নাম-ডাক আছে স্থানীয় ক্রিকেটে। জাতীয় লিগে রংপুরের বিভাগের হয়ে খেলা মোসাদ্দেক বর্তমানে খেলছেন ঢাকা প্রথম বিভাগ লিগে।


ক্রিকেটার সানজিদার ভক্ত সংখ্যা কম নয়। সেই ভক্তদের কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে সানজিদা লিখেছেন, আমরা দুই ক্রিকেটার ভালোবেসে বিয়ে করেছি। সে আমাকে ভালো বোঝে, আমিও তাকে ভালো বুঝি। আমরা আমাদের মতো ক্রিকেটটা চালিয়ে যেতে চাই। সবার কাছে আমরা দোয়া চাই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫