Logo
×

Follow Us

খেলাধুলা

বার্সার ঘরের মাঠে রিয়ালের জয়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ২২:৩৪

বার্সার ঘরের মাঠে রিয়ালের জয়

চলতি ফুটবল মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের পক্ষে গোল করেন ভালভার্দে, রামোস ও মডরিচ। অন্যদিকে বার্সার পক্ষে একটি গোল করেন আনসু ফাতি।

শনিবার রাতে ঘরের মাঠ নু ক্যাম্পে পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। করিম বেনজেমার পাস থেকে মাদ্রিদকে এগিয়ে দেন ভালভার্দে। তবে সমতায় ফিরতে দেরি করেনি বার্সা। জর্দি আলবার পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান তরুণ ফাতি। এই গোলের মধ্য দিয়ে ক্ল্যাসিকো ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলস্কোরার হলেন ফাতি (১৭ বছর ৩৫৯ দিন)।

এরপর প্রথমার্ধের বাকি অংশে আক্রমণ-পাল্ট আক্রমণে খেলা চললেও কেউ গোল করতে পারেনি।

৫৯ মিনিটে লেফট উইংয়ে সার্জিনো ডেস্ট হ্যান্ডবল করলে পেনাল্টি পায় রিয়াল। ৬৩ মিনিটে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সার্জিও রামোস।

৮৫ মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ আসে সফরকারীদের। তবে নিশ্চিত গোল থেকে বার্সাকে বাঁচান গোলরক্ষক নেতো।

তবে ৯০তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের বল ঠেকাতে গিয়ে গোলরক্ষক নেতো পড়ে যান। ফিরতি বল রদ্রিগো নিয়ে পাস দেন মডরিচকে। বক্সের সামনেই গোলরক্ষক এবং দুই ডিফেন্ডারকে কাটিয়ে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মডরিচ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫