Logo
×

Follow Us

খেলাধুলা

ইতালির কোচ মানচিনি করোনায় আক্রান্ত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ১৬:৫১

ইতালির কোচ মানচিনি করোনায় আক্রান্ত

ইতালি জাতীয় ফুটবল দলের কোচ রবার্তো মানচিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, টেকনিক্যাল স্টাফদের নিয়মিত করোনা পরীক্ষায় মানচিনির দেহে কভিড-১৯ ধরা পড়েছে। তার দেহে কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি এবং তিনি বর্তমানে রোমে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

আগামী দুই সপ্তাহে ইতালির তিনটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। এর মধ্যে বুধবার ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে আতিথেয়তা দিবে আজ্জুরিরা। এরপর নেশন্স লিগে পোল্যান্ড ও বসনিয়ার বিপক্ষে মাঠে নামবে মানচিনি শিষ্যরা।

ইন্টার মিলানের কোচ হিসেবে মানচিনি তিনটি সিরি আ শিরোপা জয় করেছেন। সিটির হয়ে ২০১২ সালে প্রিমিয়ার লিগ ও ২০১১ সাল জিতেছেন এফএ কাপ। ২০১৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর ইতালিয়ান জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান মানচিনি। ইউরো ২০২০’এর বাছাইপর্বে তার অধীনে আজ্জুরিরা ১০ম্যাচের সবগুলোতে জয় তুলে নিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫