
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কয়েকদিন ধরেই এই ফুটবল সংগঠকের শরীরে জ্বর এবং কাশি ছিল।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) রাতে শারীরিক অবস্থা অবনতি হলে ইমরুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
ইমরুল হাসান এর দ্রুত আরোগ্য কামনায় বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক জনাব মো: আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ সকলের কাছে দোয়া কামনা করেছেন।