Logo
×

Follow Us

খেলাধুলা

হাবিবুল বাশার হাসপাতালে ভর্তি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ২৩:৫৬

হাবিবুল বাশার হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

গত ১১ নভেম্বর করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। কয়েকদিন পর জটিলতা বাড়লে পরীক্ষা করিয়ে গত সোমবার ডাক্তারের কাছে গেলে জানা যায় তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। যার কারণে দেরি না করে চিকিৎসকের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাবিবুল বাশার গণমাধ্যমকে জানান, চিকিৎসার পর আগের চেয়ে তিনি এখন ভালো আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (২১ নভেম্বর) হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।  

হাবিবুল বাশার বলেন, চিকিৎসা চলছে এখন। ভর্তি হওয়ার পর আল্লাহর রহমতে জ্বরটা আর আসেনি। ফুসফুসে ইনফেকশনের কারণেই জ্বরটা কমছিল না। এখন ভালো আছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫