Logo
×

Follow Us

খেলাধুলা

তৃতীয় পরীক্ষায়ও পজিটিভ জেমি ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ২২:১৮

তৃতীয় পরীক্ষায়ও পজিটিভ জেমি ডে

তৃতীয়বারের করোনা টেস্টেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডের ফলাফল পজিটিভ এসেছে। রবিবার পরীক্ষার ফল পান তিনি। 

বাংলাদেশ দল কাতার যাওয়ার আগে সবার করোনা পরীক্ষা করানো হয়। কোচের করোনা পজিটিভ হলে তিনি ঢাকায় থেকে যান। 

সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দল নিয়ে কাতার যান ১৯ নভেম্বর। এর আগে আরো দুইবারের পরীক্ষায় করোনা পজিটিভ হন জেমি। তারপরও ৪ ডিসেম্বর ম্যাচের আগে কাতার যাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। 

জেমি ডে বলেন, আমার এখনো করোনার কিছু উপসর্গ রয়েছে। হয়তো আরো কয়েক দিন সময় লাগবে। আশা করি ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫