Logo
×

Follow Us

খেলাধুলা

কাতারে প্রস্তুতি ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ১৪:২৮

কাতারে প্রস্তুতি ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় দল প্রস্তুতি ম্যাচে কাতারের দল আর্মি ফুটবল টিমের বিপক্ষে রাতে মাঠে নামছে।

বুধবার (২৫ নভেম্বর) দোহার আল আজিজিয়া বুটিক (সুপার ক্লাব) ভেন্যুতে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা) শুরু হবে ম্যাচটি।

কাতারের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচে নামার কথা লাল-সবুজদের। আগামী ২৮ নভেম্বর শনিবার দ্বিতীয় ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ লুসাই স্পোর্টস ক্লাব।

এদিকে ইনজুরি কাটিয়ে উঠেছেন বাংলাদেশ দলের তারকা ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় বাফুফের টিম পর্যবেক্ষক ইমতিয়াজ হামিদের সঙ্গে ঢাকা থেকে কাতারের উদ্দেশে রওয়ানা দিয়েছেন জীবন।

এদিকে মঙ্গলবার সকাল থেকে অনুশীলন করেছে সফরকারীরা। অ্যাসপিয়ার ফুটবল অ্যাকাডেমিতে জিম সেশনও করেছে মামুনুল-সাদ উদ্দিনরা। আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫