Logo
×

Follow Us

খেলাধুলা

ম্যারাডোনার জন্য শেরেবাংলায় নীরবতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ২১:২৬

ম্যারাডোনার জন্য শেরেবাংলায় নীরবতা

ফুটবলের জাদুকর দিয়েগো ম্যারাডোনার শ্রদ্ধায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। এ সময় জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় তার সংক্ষিপ্ত জীবনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচের পর নীরবতা পালনের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ম্যাচের শুরুতে এমন চিন্তা ছিলো না বিসিবির।

আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার প্রয়াণে গোটা বিশ্ব শোকে স্তব্ধ। সবখানে চলছে শোকের মিছিল। তাকে হারানোর শোক ছুঁয়েছে বাংলাদেশের ক্রিকেটকেও। কিংবদন্তি এই ফুটবলারের শ্রদ্ধায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাই এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে।

টি-টোয়েন্টি এই আসরের তৃতীয় ম্যাচে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচের পর নীরবতা পালন করা হয়। এই দুই দলের ক্রিকেটার ছাড়াও দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে আসা গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকার ক্রিকেটাররা নীরবতা পালন করেন।

এ সময় বিসিবির কর্মকর্তা, গ্রাউন্ডসম্যানরাও অংশ নেন। জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় ’৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তির সংক্ষিপ্ত জীবনী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫