
ফুটবল-বিশ্বকে কাঁদিয়ে মাত্র ৬০ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। মাঠ কিংবা মাঠের বাইরে বিতর্ক কখনোই তার পিছু ছাড়েনি। পায়ের নৈপুণ্য ও বিতর্কের পাশাপাশি তিনি ছিলেন বেশ বাকপটুও।
সদ্য প্রয়াত এই কিংবদন্তির বিখ্যাত কিছু উক্তি দেখে নেয়া যাক─
‘বল দেখা, এর পেছনে ছোটার মাধ্যমে আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
‘আমি ভুল করেছি এবং সেগুলোর জন্য মাশুলও গুনেছি। কিন্তু বল এখনো খাঁটি।’
‘আমি ম্যারাডোনা। যে গোল করে, ভুলও করে। আমি এগুলো সবই বয়ে বেড়াতে পারি। সবার সঙ্গে লড়াই করার মতো বিশাল এক কাঁধ রয়েছে আমার।’
‘আপনি আমার সম্পর্কে অনেক কথা বলতে পারেন। কিন্তু আমি ঝুঁকি নিই না, এ কথা কখনো বলতে পারবেন না।’
‘আমি কালো কিংবা সাদা হতে পারি কিন্তু জীবনে কখনো ধূসর হব না।’
‘আমি যুক্তরাষ্ট্র থেকে আসা সবকিছুই ঘৃণা করি। আমি এগুলোকে আমার সব শক্তি দিয়ে ঘৃণা করি।’
ফুটবলের আরেক কিংবদন্তি পেলে সম্পর্কে
‘পেলে এবং আমার মধ্যে কে সেরা, তা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। সবাই আমার কথাই বলবে।’
‘পেলের উচিত জাদুঘরে চলে যাওয়া।’
হ্যান্ড অব গড সম্পর্কে
‘(গোলটি দেয়ার পর) আমি চাইছিলাম সতীর্থরা আমাকে জড়িয়ে ধরুক কিন্তু কেউ আসছিল না...আমি তাদের বললাম, আসো, আমাকে জড়িয়ে ধরো। নাহলে রেফারি এটা বাতিল করে দেবে।’
‘ক্ষমা চেয়ে ইতিহাস পাল্টে দিতে পারলে আমি অবশ্যই তা করতাম। কিন্তু গোলটি এখনো একটি গোলই। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো এবং আমি হয়ে গেলাম বিশ্বের সেরা খেলোয়াড়।’
মেসি ও রোনালদো সম্পর্কে
‘গোল করার পর মেসি স্বাভাবিক উদযাপন করে। আর ক্রিশ্চিয়ানো গোল করে এমন ভাব করে, যেন সে শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিং করছে।’