
সিডনিতে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। বেগতিক দেখে সতীর্থদের কাঁধে ভর করেই মাঠ ছাড়ছে হলো তাকে।
স্থানীয় সময় গতকাল সোমবার (৩০ ডিসেম্রোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘটনাটি ঘটে।
এদিকে, এর মধ্য দিয়েই ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ওয়ার্নার। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান ওয়ার্নার। এরপর তাকে সতীর্থরা ড্রেসিংরুমে নিয়ে যান। তার বদলি হিসেবে দলে নেয়া হয় আরেক বাঁহাতি ডার্সি শর্টকে। অবশ্য শেষ ওয়ানডেতে ওয়ার্নারের জায়গায় দেখা যেতে পারে ম্যাথু ওয়েডেকে। আগামীকাল বুধবার (২ ডিসেম্বর) সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
ওয়ার্নারের ইনজুরির ব্যাপারে এসইএন স্পোর্টসকে অসিদের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘তাকে দেখে মনে হচ্ছিল তিনি গুলিবিদ্ধ। ড্রেসিংরুমে অবিশ্বাস্য ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। আগামী পাঁচ-ছয় দিন সম্ভবত আমরা তাকে দেখতে পাব না।’
চলতি সিরিজে দারুণ ছন্দে ছিলেন ওয়ার্নার। সিরিজের প্রথম ম্যাচে খেলেন ৬৯ রানের ইনিংস। পরের ম্যাচেও করেছিলেন ৮৩ রান। আপাতত টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে পাওয়ার চিন্তা ক্রিকেট অস্ট্রেলিয়ার।