Logo
×

Follow Us

খেলাধুলা

শুক্রবার শুরু হচ্ছে মুজিব শতবর্ষ জাতীয় টেনিস

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৯:০৮

শুক্রবার শুরু হচ্ছে মুজিব শতবর্ষ জাতীয় টেনিস

শতাধিক খেলোয়াড় নিয়ে আগামীকাল শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ‘মুজিব শতবর্ষ জাতীয় টেনিস টুর্নামেন্ট-২০২০’। 

সিনিয়র পুরুষ ও নারী একক, অনূর্ধ্ব-১২, ১৪, ১৬ ও ১৮ এই ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদিত এই প্রতিযোগিতা।

রাজশাহীর অ্যাডভোকেট আবদুস সালাম টেনিস কমপ্লেক্সে বয়সভিত্তিক খেলাগুলোর উদ্বোধন করবেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। ৯ ডিসেম্বর থেকে ঢাকা ক্লাবে শুরু হবে সিনিয়রদের খেলা। ১২ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আসন্ন টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বুধবার (২ ডিসেম্বর) রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া পরিষদের সচিব ও টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদ করিম। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ দ্বীন ইসলাম ও পৃষ্ঠপোষক ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

মাসুদ করিম বলেন, টেনিসে করোনা পরবর্তী প্রথম জাতীয় টুর্নামেন্ট এটি। খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনতে আমাদের নিরলস পরিশ্রম করতে হয়েছে। বিশেষ করে করোনাকালীন সময়ে অনেক উদীয়মান খেলোয়াড় নিজেদের গুটিয়ে নিয়েছে। তাদেরকে ফের কোর্টমুখো করতেই আমাদের এই উদ্যোগ। 

তিনি যোগ করেন, খেলোয়াড়দের মানসিক বিকাশের লক্ষ্যে আমরা ইতিমধ্যে একটি জেলাভিত্তিক ও একটি আন্তর্জাতিকভাবে মেক্সিকোর একটি ক্লাবের সাথে দুইটি ভার্চুয়াল টেনিস টুর্নামেন্টের আয়োজন করেছি। যা টেনিসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। 

রাজশাহী ও ঢাকা- এই দুই পর্বে জাতীয় টেনিস প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, দি একমি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। -বাসস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫