ইউএস ওপেনে মহাপতন, শেষ আট থেকে বিদায় ফেদেরারের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০০

গ্রিগর দিমিত্রভ ও রজার ফেদেরার
ইউএস ওপেনে শেষ আটের লড়াইয়ে ইন্দ্রপতন। কোয়ার্টার ফাইনালে ‘বেবি ফেড’ গ্রিগর দিমিত্রভের কাছে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার।
দিমিত্রভের পক্ষে পাঁচ সেটের ম্যাচের ফল ৩-৬, ৬-৪, ৩-৬, ৬-৪ ও ৬-২। পাঁচবারের বিজয়ী ফেদেরারের সার্ভিস শেষ হয়ে গেল কোয়ার্টার ফাইনালেই।
এ যেন এক মহাঅঘটনের ইউএস ওপেন। শীর্ষ বাছাইরা একে একে বিদায় নিচ্ছেন মাঝ পথেই। কাঁধের চোটে কিছু দিন আগেই নোভাক জকোভিচ ওয়াক-ওভার দিয়ে বেরিয়ে যান। বুধবার সুইস তারকাও খুব স্বস্তিতে ছিলেন না। ম্যাচের মাঝেই তিনি মেডিক্যাল টাইম-আউট নেন। গত দু’বছরে যা কখনো দেখা যায়নি। যদিও কোথাও চোট পেয়েছেন কিনা তা জানা যায়নি এখনো। ফিরে এলেও তাকে অন্য দিনের মতো ছন্দে পাওয়া যায়নি। জকোভিচের মতো ম্যাচ ছেড়ে বেরিয়ে না গেলেও ৩৮ বছরের ফেদেরার হার মানেন বুলগেরিয়ান তারকার কাছে।
ইউএস ওপেনের শেষ আটের লড়াইয়ে এটিপি টেনিস র্যাংঙ্কিংয়ে ৭৮ নম্বরে থাকা বুলগেরিয়ার টেনিস তারকা দিমিত্রভের বিরুদ্ধে প্রথম সেটে দুরন্ত জয় ছিনিয়ে নেন ফেডেক্স। দ্বিতীয় সেটে কামব্যাক করেন দিমিত্রভ। জিতে নেন ৬-৪ গেমে। কিন্তু তৃতীয় সেট জিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন ফেদেরার। এরপর চতুর্থ ও পঞ্চম সেটে ফেদেরারকে আর দাঁড়াতে দেননি দিমিত্রভ। এই নিয়ে ফেডেক্সের সঙ্গে আটবারের সাক্ষাতে প্রথম জয় ছিনিয়ে নিলেন বালগেরিয়ান টেনিস তারকা।
প্রথমবারের জন্য ইউ ওপেনের সেমিফাইনালে পৌঁছালেন দিমিত্রভ। এই মুহূর্তে তাঁর র্যাঙ্কিং ৭৮। এর আগে দু’টি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০০৮ সালে জার্মানির রেইনার স্কাটলার (র্যাঙ্ক ৯৪) পর তিনিই সর্বনিম্ন র্যাঙ্কড প্লেয়ার যিনি কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন।
অবিশ্বাস্য জয়ের পর দিমিত্রভ বলেন, ‘অনেকদিন পর এই কোর্টে খেলছি। নার্ভাস ছিলাম। শারীরিকভাবে দারুণ ফিট ছিলাম। তাই চেষ্টা করছিলাম ম্যাচে থাকতে। দারুণ লাগছে।’