Logo
×

Follow Us

খেলাধুলা

ঝিনাইদহে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ১৯:৫৪

ঝিনাইদহে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে শেষ হয়েছে আন্ত:উপজেলা ভলিবল টুর্নামেন্ট। রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা ও কালীগঞ্জ উপজেলা দল।

নির্ধারিত ৫ সেটের খেলায় ৩-২ সেটে কালীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে হরিণাকুন্ডু উপজেলা দল। শত শত দর্শক খেলা উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী প্রমুখ।

মুজিব শতবর্ষ উপলক্ষে গত ২৯ নভেম্বর শুরু হয় এ টুর্নামেন্ট। এতে জেলার ৬ উপজেলার ভলিবল দল অংশগ্রহণ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫