Logo
×

Follow Us

খেলাধুলা

মেলবোর্নে দুরন্ত জয় ভারতের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ১১:৩৭

মেলবোর্নে দুরন্ত জয় ভারতের

ছবি: জি নিউজ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার, সিরিজে সমতা ফেরাল রাহানের দল। খাদের কিনারা থেকে একেবারে জয়ের সরণীতে। অস্ট্রেলিয়ার শততম টেস্ট জিতে নিল রাহানের টিম ইন্ডিয়া। 

মেলবোর্নে মাইলস্টোন ম্যাচ জিতে চার টেস্টের সিরিজ ১-১ সমতা আনলো ভারত। 

গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) মেলবোর্নে তৃতীয় দিনেই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে, যদি ও কিন্তু এই শব্দদগুলো ঘুরপাক খাচ্ছিল, কারণ একটাই সপ্তাহখানেক আগেই যে অ্যাডিলেডে লজ্জাজনক ইতিহাস লিখেছিল তথাকথিত তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইনআপ। 

পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন বিরাট কোহলি। নেতৃত্বের ভার রাহানের ওপর। প্রথম টেস্টের যাবতীয় অন্ধকার দূরে সরিয়ে মেলবোর্নে উজ্জ্বল রাহানের টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে অলআউট করার পর অধিনায়ক রাহানের সেঞ্চুরি ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩২৬ রান তোলে ভারত। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। গ্রীন-কামিন্সের পার্টনারশিপে ভর করে ইনিংস হার বাঁচায় অজিরা। ফিরাজ, বুমরাহ, অশ্বিন, জাদেজাদের দাপটে ২০০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ৭০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে শুরুতে একটু চাপে যায় টিম ইন্ডিয়া। কিন্তু অধিনায়ক রাহানে ও অভিষেক টেস্ট খেলা সুভমন গ্রিলের চওড়া ব্যাটে ভর করে ম্যাচ জিতে নিলো টিম ইন্ডিয়া। ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়া সফরে ১৩৭ রানে টেস্ট জিতেছিল কোহলির ভারত। -জি নিউজ

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫