
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফলোয়ার সংখ্যা ২৫০ মিলিয়নে পৌঁছেছে।
ফলোয়ারের সংখ্যায় রোনালদোর পরে আছেন আরিয়ানা গ্রান্দে। ইনস্টাগ্রামে ২১৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে এই মার্কিন গায়িকা ও অভিনেত্রীর। ২১০ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনে আছেন ‘দ্য রক’ খ্যাত জনসন।
অন্যদিকে, লিওনেল মেসির ইনস্টাগ্রাম ফলোয়ার বর্তমানে ১৭৪ মিলিয়ন এবং নেইমারের রয়েছে ১৪৪ মিলিয়ন।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন রোনালদো। জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার লিখেছেন, ‘২৫০ মিলিয়ন, কী এক অবিশ্বাস্য সংখ্যা, সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই এই ভ্রমণের অংশ।’