Logo
×

Follow Us

খেলাধুলা

লা লিগায় জয়ের ধারায় বার্সা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৪

লা লিগায় জয়ের ধারায় বার্সা

অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এতে স্প্যানিশ লা লিগায় টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো রোনাল্দ কোম্যানের শিষ্যরা।

রবিবার (৩১ জানুয়ারি) ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমণাত্মক বার্সা। খেলার ২০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে কাতালানদের এগিয়ে দেন লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতে জর্দি আলবার আত্মঘাতি গোলে সমতায় ফেরে বিলবাও। এরপর আক্রমণের ধার বাড়ালেও বার্সার সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারেনি অতিথি দলটা।

ছন্দময় ফুটবল খেলে ৭৪ মিনিটে গ্রিজম্যানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে ৪০ পয়েন্ট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা।

সমান ২০ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল মাদ্রিদ। এদিকে অপর ম্যাচে কাদিজকে ৪-২ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫