Logo
×

Follow Us

খেলাধুলা

অনিশ্চয়তায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৩

অনিশ্চয়তায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি

আবারো স্থগিত হয়ে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। এবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এশিয়ান হকির সবচেয়ে বড় এই টুর্নামেন্ট।

প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর নিয়ে অপেক্ষাটা বাড়লো আরো একবার। ২০২০ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু করোনাভাইরাসের কারণে পিছিয়ে চলতি বছরের মার্চে সময় নির্ধারণ করা হয়। 

১১-১৯ মার্চ নতুন তারিখ নির্ধাতি ছিল; কিন্তু তার মাস তিনেক আগেই আবারো স্থগিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। 

জাতীয় দলের ক্যাম্প শুরু করেও আবার বন্ধ করে দিতে হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনকে। সর্বশেষ নির্ধারিত সূচিতে নয়, আবারো নতুন সূচি করতে হবে। কিন্তু এশিয়ান হকির কোনো কোনো পক্ষ বলছে, ২০২১ সালে আর টার্ফে গড়ানোর কোনো সম্ভাবনা নেই এই আসরের। আসরটি স্থগিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারী দলগুলো ও আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সাথে আলাপ-আলোচনা করেই টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুধু ঢাকার এই টুর্নামেন্ট নয়, দক্ষিণ কোরিয়ার ২০২১ সালের নারী এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিও স্থগিত করা হয়েছে। এ টুর্নামেন্ট স্থগিতের কারণ হিসেবে এএইচএফ জানায়, করোনা পরিস্থিতি প্রত্যাশিত উন্নতি হয়নি। 

তবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির নানা ইভেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ও কোরিয়া হকি অ্যাসোসিয়েশন যেভাবে কাজ করে যাচ্ছিল, তার ভূয়সী প্রশংসাও করেছে এএইচএফ। সংস্থাটি জানায়, ইভেন্টগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেয়া অনেক কঠিন ছিল। তবে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। 

কোরিয়া বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে অংশগ্রহণকারী আরেক দেশ মালয়েশিয়ায় নতুন করে লকডাউন দেয়া হয়েছে। আয়োজক বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজনে ঝুঁকিমুক্ত নয়।

আর এসব বিষয় বিবেচনা করে টুর্নামেন্টটি আবারো পিছিয়ে দেয়া হয়েছে। ছয় দলের এ আসর আবার কবে শুরু হবে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এএইচএফ প্রেসিডেন্ট ফিউমিও ওগুরা কষ্ট নিয়েই আসরটি স্থগিতের ঘোষণা দেন। এএইচএফ থেকে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরে মেয়েদের ও অক্টোবরে হতে পারে ছেলেদের আসর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫