Logo
×

Follow Us

খেলাধুলা

হাসপাতালে ভর্তি শচীন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ১৬:২৩

হাসপাতালে ভর্তি শচীন

গত ২৭ মার্চ শচীন টেন্ডুলকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন এ কিংবদন্তি ক্রিকেটার।

আজ শুক্রবার নিজের টুইটাই অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে শচীন লিখেছেন, ‘আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা ও প্রার্থনা করে আমার পাশে থাকার জন্য। চিকিৎসদের পরামর্শ অনুযায়ী বাড়তি সতর্কতার জন্য আমি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আমি আশা করি কয়েকদিনের মধ্যেই আবার বাড়িতে ফিরতে পারব। প্রত্যেকে নিজের প্রতি যন্তবান হোন এবং সাবধানে থাকুন।’

গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হওয়ার খবর শচীন নিজেই জানিয়েছিলেন। সে সময় তিনি বলেন, সবরকম সচেতনতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। তবে পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

এরপর নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫