Logo
×

Follow Us

খেলাধুলা

শুটিংয়ের প্রথম স্বর্ণ আমিরার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১০:২৩

শুটিংয়ের প্রথম স্বর্ণ আমিরার

আমিরা হামিদ

বাংলাদেশ অলিম্পিক এসোসিশেন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের শুটিংয়ে স্বর্ণপদক জিতেছেন আমিরা হামিদ। 

গতকাল শুক্রবার (২ এপ্রিল) শুটিং স্পোর্ট ফেডারেশনে অনুষ্ঠিত নারীদের ৫০ মিটার রাইফেল প্রোন জুনিয়রে ৫৭৬ স্কোর করে স্বর্ণপদক জিতে নেন গুলশান শুটিং ক্লাবের এই শুটার।

ওই ইভেন্টে ৫৭৫ স্কোর করে রুপা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মুমতাহিনা ও ৫৫৭ স্কোর করে ব্রোঞ্জপদক জয় করেছেন একই ক্লাবের তৌফিকা সুলতানা রজনী।

এদিকে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করেছেন তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের ইউসুফ আলি (২৫৪.৪) সোনা জিতেছেন। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রিয়াসাতুল ইসলাম (২৫৪.১) রুপা। কমনওয়েলথে পদকজয়ী বাকী (২২২.৮) পেয়েছেন ব্রোঞ্জ।

১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে ২৪৫.৭ স্কোর নিয়ে সেরা হয়েছেন নেভি শুটিং ক্লাবের অর্ণব সারার লাদিফ। আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের তামজিদ বিন আলম (২৪৪.৭) রুপা ও সাকিবুল আলম আলামিন (২২৪.৩) ব্রোঞ্জ পেয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫