Logo
×

Follow Us

খেলাধুলা

চোট কাটিয়ে দলে ফিরছেন ফাতি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১২:৫৬

চোট কাটিয়ে দলে ফিরছেন ফাতি

কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেতিক বিলবাও। এই ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা ১৮ বছর বয়সী আনসু ফাতি। অথচ ম্যাচ খেলার ছাড়পত্র পাননি এই ফরোয়ার্ড!

তারপরেও ডাচ কোচ কোম্যান তাকে নিয়ে সেভিয়াতে যেতে চাইছেন। এছাড়া গোলকিপার নেতোকেও ডাকা হয়েছে এই দলে। তবে চোটের কারণে ফিলিপে কৌতিনিয়োর জায়গা হয়নি এই দলে।

গত নভেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে ফাতির। সেরে উঠতে তার সময় লাগার কথা ছিল চার মাস। চোট পাওয়ার আগে ফাতির বেশ ভালো সময়ই কাটছিল বার্সায়। সেখানে মৌসুমে ১০ ম্যাচ খেলেছিলেন। এরমধ্যে সাতটি লা লিগায়, আর তিনটি চ্যাম্পিয়নস লিগে। করেছেন পাঁচ গোল, এছাড়া অ্যাসিস্টও ছিল দুটি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫