Logo
×

Follow Us

খেলাধুলা

ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল শেষ চারে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১৪:১২

ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল শেষ চারে

উয়েফা ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এমন জয়ে সেমিফাইনালে উঠেছে তারা। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জয় কম কথা নয়। সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ রোমা। লন্ডনের ক্লাব আর্সেনালও শেষ চারে উঠেছে। স্লাভিয়া প্রাগকে উড়িয়ে দিয়েছে তারা ৪-০ গোলে। দুই লেগে জয় ৫-১ ব্যবধানে। 

কোচ ওলে গুনার সোলশায়ারের দল আগের লেগেও জিতেছিল ২-০ গোলে। নিজেদের মাঠে ফিরতি লেগে ষষ্ঠ মিনিটেই গোল করে বসেন এডিনসন কাভানি। এরপর ম্যাচের অন্তিম সময়ে গ্রানাডা ডিফেন্ডার হেসুস ভায়েহোর আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে শেষ চারে উঠে যায় রেড ডেভিলরা। 

অন্যদিকে রোমা ও আয়াক্স ১-১ গোলে ড্র করেছে। ইতালির ক্লাব রোমা ৩-২ ব্যবধানে জয় নিয়ে শেষ চারে। 

২৯ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড-রোমা ও ভিয়ারিয়াল-আর্সেনাল। পরের লেগের খেলাটি রয়েছে ৬ মে। আর এই আসরের ফাইনাল ম্যাচটি ২৬ মে অনুষ্ঠিত হবে।   

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫