Logo
×

Follow Us

খেলাধুলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১০:২৭

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারাত্নে। ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারাত্নে। ফলে আগে ফিল্ডিংয়ে নামতে হবে বাংলাদেশকে।

এদিকে একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। টেস্ট অভিষেক হচ্ছে পেসার শরিফুল ইসলামের। পেসার ইবাদত হোসেনের জায়গায় দলে ডাক পেলেন তিনি। 

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের করে নেয়ার লক্ষ্য টাইগারদের।

ব্যাটিং নেয়ার কারণ হিসেবে লঙ্কান অধিনায়ক জানিয়েছেন, শুরুতে ব্যাটিং সহজ হবে এই উইকেটে। তবে পরে বোলারদের জন্যও সুবিধা থাকতে পারে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাশ (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, প্রবীণ জয়াবিক্রমা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫