Logo
×

Follow Us

খেলাধুলা

মেসি-রোনালদো থেকেও ধনী এই ক্রীড়াবিদ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২১, ১৮:৩৩

মেসি-রোনালদো থেকেও ধনী এই ক্রীড়াবিদ

কনর ম্যাকগ্রেরর / ফাইল ছবি

বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের তালিকায় করলে ঘুরেফিরে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা রজার ফেদেরারের নাম উঠে আসে। কিন্তু ২০২০ সালে তাদের টপকে গেলেন আয়ারল্যান্ডের কনর ম্যাকগ্রেরর।  ফোর্বসের সদ্য প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বসের বিচারে গত বছরে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ মিক্সড মেটিরিয়াল আর্টস সুপারস্টার ও বক্সার আয়ারল্যান্ডের কনর ম্যাকগ্রেরর। অথচ এই বছরে মাত্র একটি ম্যাচ লড়েছেন কনর। জানুয়ারিতে ডোনাল্ডো সেরোনের বিরুদ্ধে সেই ম্যাচ থেকে তিনি আয় করেন ২২ মিলিয়ন ডলার। বিজ্ঞাপন ও এনডোর্সমেন্ট থেকে বছরে মোট ১৮০ মিলিয়ন ডলার উপার্জন তার। কিছুদিন আগেও ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবটি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

তালিকায় এরপরই ফুটবল তারকা মেসি ও রোনালদো। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা করোনার সময়ে ২০২০ সালে রোজগার করেছেন ১৩০ মিলিয়ন ডলার। ১২০ মিলিয়ন ডলার আয় করে তারপরই জুভেন্টাসের পর্তুগিজ কিংবদন্তি রোনালদো। 

ফোর্বসের এ তালিকার চতুর্থস্থানে বাস্কেটবল দল ডালাস কাউবয়েজের তারকা ডাক প্রেসকট। ২০২০ সালে ১০৭.৫ মিলিয়ন ডলার উপার্জন করেছেন তিনি। এনবিএ তারকা লিবর্ন জেমস তালিকার আছেন পঞ্চম স্থানে। তার আয় ৯৬.৫ মিলিয়ন ডলার। ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। যিনি ২০২০ সালে ৯৫ মিলিয়ন ডলার আয় করেছেন।

৯০ মিলিয়ন উপার্জন করে তালিকার সপ্তম স্থানে টেনিস তারকা রজার ফেদেরার। এরপরই ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন (৮২ মিলিয়ন), এনএফএল তারকা টম ব্র্যাডি (৭৬ মিলিয়ন) ও এনবিএ তারকা কেভিন ডুরান্ট (৭৫ মিলিয়ন)।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫