Logo
×

Follow Us

খেলাধুলা

বিশ্বকাপের র‍্যাংকিং রাউন্ডে ৩১তম রোমান সানা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২১, ২১:৩০

বিশ্বকাপের র‍্যাংকিং রাউন্ডে ৩১তম রোমান সানা

রোমান সানা / ছবি : সংগৃহিত

বিশ্বকাপ আরচারি স্টেজ-২ রিকার্ভ কোয়ালিফিকেশন রাউন্ডে ৩১তম স্থান অর্জন করেছেন রোমান সানা। মঙ্গলবার (১৮ মে) সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত এই রাউন্ডে ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬৫৯ স্কোর করেছেন তিনি।

এছাড়া রাম কৃষ্ণ সাহা ৬৫৫ স্কোর করে ৩৯তম, মোহাম্মদ তামিমুল ইসলাম ৬৪০ স্কোর করে ৬৪তম এবং মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৩২ স্কোর করে ৭১তম স্থান অর্জন করেন। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ১৮টি দলের মধ্যে বাংলাদেশ ১৯৫৪ স্কোর করে ১৪তম স্থান অর্জন করে। 

বিশ্বকাপে বিশ্বের ৩৫টি দেশ থেকে ৮০ জন রিকার্ভ পুরুষ, ৬৯ জন রিকার্ভ মহিলা, ৪৭ জন কম্পাউন্ড পুরুষ ও ৩৮ জন কম্পাউন্ড মহিলাসহ মোট ২৩৪ জন আরচারি রাউন্ডে অংশ নিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫