
স্পেনের কোচ লুইস এনরিকে ও ডিফেন্ডার সের্জিও রামোস
আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দল ঘোষণায় বড় চমক দিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। লা লিগার শেষ রাউন্ড পর্যন্ত শিরোপার জন্য লড়াই করা রিয়াল মাদ্রিদ থেকে কাউকেই দলে রাখেননি তিনি।
এই প্রথম কোনো বড় টুর্নামেন্টের জন্য রিয়ালের কোনো খেলোয়াড় ছাড়াই দল ঘোষণা করল স্পেন।
গত এক দশকে রিয়ালের পাশাপাশি স্পেনের রক্ষণভাগের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন সের্জিও রামোস। যদিও ৩৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাক মৌসুমে অনেকটা সময় চোটের সঙ্গে লড়াই করেছেন। এখনও ফিরতে পারেননি অনুশীলনে। তারপরও টুর্নামেন্ট শুরু হতে বেশ খানিকটা সময় বাকি থাকায় তার ডাক না পাওয়া অনেককে অবাক করেছে।
সবশেষ এ মাসের শুরুর দিকে বাঁ পায়ের পেশির চোটে পড়ায় মৌসুম শেষ হয়ে যায় রিয়াল অধিনায়কের। গত মার্চের পর কেবল একটি ম্যাচ খেলেছেন তিনি, ৫ মে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে। চোটের কারণেই রিয়ালের শিরোপাশূন্য মৌসুমে লিগে মাত্র ১৫ ম্যাচ খেলতে পেরেছেন তিনি।
সোমবার (২৪ মে) দল ঘোষণার সংবাদ সম্মেলনে এনরিকেও এগুলোকেই কারণ হিসেবে দেখান। স্পেনের হয়ে ১৮০ ম্যাচের সর্বশেষটি রামোস খেলেছেন গত মার্চে।
এনরিকে বলেন, রামোসকে আমি দলে রাখিনি কারণ, সে এই মৌসুমে খুব বেশি খেলতে পারেনি। বিশেষ করে গত জানুয়ারি থেকে কখনোই সে যথেষ্ট ফিট হয়ে উঠতে পারেনি। নিজের ক্লাবে এখনও দলের সঙ্গে অনুশীলন শুরু করেনি। তাকে বাদ দেয়াটা সহজ সিদ্ধান্ত নয়। গতকাল (রোববার) রাতে তাকে আমি ফোন দিয়েছিলাম এবং কিছু কঠিন বিষয়ে আমরা আলাপ করেছি। তার মতো শীর্ষ মানের একজনকে দলে না রাখতে পেরে আমার খারাপ লাগছে।
দলের ভালোর জন্যই অভিজ্ঞ রামোসকে বাইরে রাখতে হয়েছে বলে জানালেন এনরিকে। সেই সঙ্গে পরিষ্কার করে জানালেন, ৩৫ বছর বয়সী এই ফুটবলারের জন্য জাতীয় দলের দরজা ভবিষ্যতে খোলাই থাকবে।
ইউরোর জন্য ২৬ জনকে দলে নেয়ার অনুমতি থাকলেও এনরিকে ২৪ সদস্যের দল দিয়েছেন। বার্সেলোনার তিন জন ও লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের দুই জন ডাক পেয়েছেন এই দলে।
কিছুদিন আগে ফ্রান্স থেকে স্পেনের হয়ে খেলার অনুমতি পাওয়া এমেরিক লাপোর্ত ডাক পেয়েছেন দলে। ফ্রান্সের হয়ে যুব পর্যায়ে খেললেও তাদের সিনিয়র দলের হয়ে কখনও খেলা হয়নি ম্যানচেস্টার সিটির ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের।
প্রায় তিন বছর পর সিজার আজপিলিকুয়েটার দলে ফেরাটা কিছুটা অবাক করেছে। জাতীয় দলের হয়ে ২৫ ম্যাচের সবশেষটি ২০১৮ সালে খেলেছিলেন চেলসির এই ডিফেন্ডার।
ইউরোর এবারের আসর মূলত হওয়ার কথা ছিল গত বছর। করোনাভাইরাসের প্রকোপে এক বছর পিছিয়ে যাওয়া টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত।
‘ই’ গ্রুপে স্পেনের সঙ্গী বাকি তিন দল হলো-সুইডেন, পোল্যান্ড ও স্লোভাকিয়া।
স্পেন দল:
উনাই সিমন (অ্যাথলেটিক বিলবা), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রবার্ট সানচেজ (ব্রাইটন এবং হোভ অ্যালবিয়ন); জোসে গায়া (ভ্যালেন্সিয়া), জর্ডি আলবা (বার্সেলোনা), পাউ তোরেস (ভিয়ারিয়াল), আইমেরিক ল্যাপার্ট (ম্যানচেস্টার সিটি), এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি), দিয়েগো লোরেন্তে (লিডস ইউনাইটেড), সিজার আজপিলিকুয়েটা (চেলসি); মার্কোস লোরেন্তে (অ্যাটলেটিকো মাদ্রিদ), সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রড্রি (ম্যানচেস্টার সিটি), পেদ্রি (বার্সেলোনা), থিয়াগো আলকানতারা (লিভারপুল), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), ফ্যাবিয়ান রুইজ (নেপোলি); ড্যানি ওলমো (লাইপজিগ), মাইকেল ওয়ারজাবল (রিযইয়াল সোসিয়েদাদ), আলভারো মোরাতা (জুভেন্টাস), জেরার্ড মোরেনো (ভিয়ারিয়াল), ফেরান তোরেস (ম্যানচেস্টার সিটি), অ্যাডামা ট্রোর (উলভস) ও পাবলো সারবিয়া (প্যারিস সেন্ট-জার্মেইন)।