Logo
×

Follow Us

খেলাধুলা

দলগত ইভেন্টেও হেরেছে আরচারি দল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৮:৫৯

দলগত ইভেন্টেও হেরেছে আরচারি দল

প্রতীকী ছবি

আরচারি ওয়ার্ল্ড কাপ ২০২১ স্টেজ-৩ এর এলিমিনেশন রাউন্ডে রিকার্ভ ইভেন্টে পুরুষ ও মহিলা একক, মিশ্র দ্বৈতে হারের পর দলগত বিভাগেও পরাজিত হয়েছে বাংলাদেশ আরচারি দল। 

এককে ১/৪৮ ও মিশ্র দ্বৈতে ১/২৪ এর খেলায় বিদায় নিলেও দলগততে প্রি কোয়ার্টার পর্যন্ত আসতে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহা ১-৫ সেট পয়েন্টে যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়। এর আগে তারা তুরস্ককে হারিয়ে প্রি কোয়ার্টারে উঠে।

নারী বিভাগে একই ইভেন্টের প্রি কোয়ার্টারে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও মেহেনাজ আক্তার মনিরা ২-৬ সেট পয়েন্টে মেক্সিকোর কাছে হেরে যায়। এর আগে বাংলাদেশ স্লোভেনিয়াকে হারিয়ে প্রি কোয়ার্টার নিশ্চিত করেছিল। - বাসস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫