Logo
×

Follow Us

খেলাধুলা

চেক রিপাবলিকের কাছে হোঁচট খেল ডাচরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৯:২১

চেক রিপাবলিকের কাছে হোঁচট খেল ডাচরা

বল পায়ে দৌড়াচ্ছেন ডাচ ফুটবলার

ইউরো ২০২০ পরিষ্কার ফেভারিট দল ডাচরা। শেষ ষোলয় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নেদারল্যান্ডস খেলছিলও তেমন ঢঙেই। কিন্তু দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ  ডি লিখটের মারাত্মক এক ভুলেই সর্বনাশ হলো ডাচদের। চেক রিপাবলিকের কাছে ২-০ গোলে হেরে ইউরো থেকে ছিটকে পড়লো নেদারল্যান্ডস। 

রবিবার (২৭ জুন) হাঙ্গেরির ফ্রেঙ্ক পুসকাস স্টেডিয়ামে হেরে ইউরো থেকে বিদায় নিয়েছে শিরোপা জিততে আসা ডাচরা।  

হট ফেবারিট থাকলেও, মাঠের খেলায় ছিল না তার প্রতিফলন। উল্টো চেক ফুটবলারদের আক্রমণের তীরে বিদ্ধ হয়েছে তারা।

ম্যাচে ডাচদের গোলপোস্টে ৫টি শট নিয়েছে চেক রিপাবলিক। বিপরীতে একটি শটও নিতে পারেনি নেদারল্যান্ডসের ফুটবলাররা। 

সাবেক কোচ রোনাল্ড কোম্যান বার্সেলোনায় চলে যাওয়ার পর থেকে ইউরোর আগ পর্যন্ত কিছুটা নড়বড়েই ছিল দলটা। ছিল তুরস্কের কাছে চার গোল হজমের অভিজ্ঞতাও। সেই দলটাই ইউরোয় এসে নিজেদের খুঁজে পেয়েছিল কোচ ফ্র্যাঙ্ক ডি বোয়েরের ৩-৪-১-২ ছকে। তিন জয় নিয়ে ইউরোর নকআউটে এসেছিল যে তিনটে দল তার একটাই ছিল ডাচরা।


নেদারল্যান্ডস শুরুটা করে আত্মবিশ্বাসী। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভেদ করতে পারছিলেন না ডিপাই-ডামফ্রিসরা।

২২তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় চেক রিপাবলিক। ডান দিক থেকে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের মুখে ডাইভিং হেডে চেষ্টা করেন তমাস সুসেক, কিন্তু লক্ষ্যে থাকেনি।

৩৮তম মিনিটে দারুণ একটি সুযোগ আসে চেক রিপাবলিকের বারাকের সামনে। সতীর্থের পাসে আট গজ দূর থেকে তার নেয়া শট ডি লিখটের পায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ পাস দেন ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই। কিন্তু কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ফন আনহোল্ট। পরে যদিও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

৫১তম মিনিটে সুবর্ণ সুযোগ পান ডোনিয়েল মালেন। চেক রিপাবলিকের কয়েক ডিফেন্ডারের বাধা এড়িয়ে এগিয়ে যান তিনি। সামনে একমাত্র বাধা গোলরক্ষক, এগিয়ে এসে তাকে রুখে দেন তমাস ভাসিলিক।

পরের মিনিটেই মারাত্মক ভুলটা করে বসেন ডি লিখট। নিজেদের ডি-বক্সের সামনে পাত্রিক শিককে আটকাতে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ঠেকান তিনি। শুরুতে হলুদ কার্ড দেখালেও ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি।

৬৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পায় চেক রিপাবলিক। ডি-বক্সে পাভেল কাদেরাবেকের শট ঠেকান ডামফ্রিস। এর মিনিট তিনেক পরই এগিয়ে যায় চেকরা। ডান দিক থেকে সতীর্থের ফ্রি-কিকে গোলমুখে উড়ে আসা বল তমাস কালাস হেডে বাড়ান জটলার মধ্যে সতীর্থকে, সেখানে হেডেই বল জালে পাঠান হোলেস।

৮০তম মিনিটে পরের গোলেও অবদান রাখেন তিনি। গোলরক্ষক ভাসিলিকের লম্বা করে বাড়ানো বল ক্লিয়ার করতে পারেনি ডাচ ডিফেন্ডাররা। বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন হোলেস। আট গজ দূর থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন শিক। আসরে চার ম্যাচে এটি তার চতুর্থ গোল। 

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার ডেনমার্কের মুখোমুখি হবে চেক রিপাবলিক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫