Logo
×

Follow Us

খেলাধুলা

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে অলিম্পিক থেকে দিয়ার বিদায়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৮:৫১

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে অলিম্পিক থেকে দিয়ার বিদায়

তিরন্দাজ দিয়া সিদ্দিকী

অলিম্পিকের মঞ্চে একক লড়াইয়ের মূল পর্বে নেমেছিলেন প্রথমবারের মতো। তাতেই দিয়া সিদ্দিকী মুখোমুখি হয়েছিলেন দারুণ এক স্নায়ুক্ষয়ী লড়াইয়ের। অলিম্পিক আরচ্যারির নারী রিকার্ভ এককের নক আউট পর্বের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেলারুশের জিওমিনস্কায়া কারিনার কাছে হারলেন টাইব্রেকারে। 

রোমান সানার বিদায়ের পর টোকিও অলিম্পিক আরচারিতে দিয়া সিদ্দিকীর দিকে তাকিয়ে ছিলেন সবাই।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম সেটে বেলারুশের জিওমিনসকায়া কারইয়ানার বিপক্ষে প্রথম সেট ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের নারী তীরন্দাজ।

পরের দুই সেটে সমান স্কোর হলে জমে ওঠে খেলা। চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনিশ্চিত হয় দিয়ার। শেষ রাউন্ড জিতে আবার ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে।

শেষ পর্যন্ত শ্যুট অফে হেরে বিদায় নিতে হয়েছে দিয়াকে। শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের এই আরচার। প্রতিপক্ষ ১০ স্কোর করলেও দিয়া করেন ৯।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫