Logo
×

Follow Us

খেলাধুলা

জুভেন্তাস শিবিরে করোনার হানা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১৯:০১

জুভেন্তাস শিবিরে করোনার হানা

প্রতীকী ছবি

জুভেন্তাসের তিউনিশিয়ান মিডফিল্ডার হামজা রাফিয়ার কোভিড-১৯ টেস্টের ফল এসেছে পজিটিভ। এই কারণে ক্লাবটির পুরো স্কোয়াডকে যেতে হয়েছে আইসোলেশনে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানায় ইতালিয়ান সিরি-আর সফলতম দলটি।

যাদের পরীক্ষার ফল আসবে নেগেটিভ তারা অনুশীলন চালিয়ে যেতে পারবেন; তবে তারা দলের বাইরের কারো সংস্পর্শে যেতে পারবেন না বলেও জানানিয়েছে দলটির সংশিষ্ট কর্মকর্তারা।

২২ বছর বয়সী রাফিয়া ২০১৯ সালের জুলাইয়ে অলিম্পিক লিওঁ থেকে জুভেন্তাসে যোগ দেয়ার পর মূল দলের হয়ে খেলেছেন কেবল এক ম্যাচ।

আগামী শনিবার প্রীতি ম্যাচে জুভেন্তাসের প্রতিপক্ষ মোনসা। প্রাক মৌসুমে শেষ প্রীতি ম্যাচটি তারা খেলবে আগামী ৮ অগাস্ট, কাম্প নউয়ে বার্সেলোনার বিপক্ষে।

আগামী ২২ অগাস্ট স্বাগতিক উদিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে চারে থেকে ২০২০-২১ আসর শেষ করা জুভেন্তাস।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫