Logo
×

Follow Us

খেলাধুলা

এসএ গেমসে দাপুটে জয়ে শুরু মেয়েদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:২২

এসএ গেমসে দাপুটে জয়ে শুরু মেয়েদের

সাউথ এশিয়ান গেমসে (এসএ) প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মঙ্গলবার শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৭ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে টসে জিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

১২৪ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন আয়েশা রহমান ও সানজিদা ইসলাম। আয়েশা করেন ২৯ রান। এরপরে নিগার সুলতানা ৬ করে ফিরে গেলে চতুর্থ উইকেট জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সানজিদা ও ফারজানা। সানজিদা ৪৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। আর ফারজানা করেন ১৮ বলে ২৩। ম্যাচসেরার পুরস্কার পান বাংলাদেশের সানজিদা ইসলাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫