
হাইপারফরম্যান্স দলের সদস্যরা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের কয়েকজন ক্রিকেটার। তাই আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেল আকবর আলি, পারভেজ ইমন, মুনিম শাহরিয়ারদের কন্ডিশনিং ক্যাম্প।
হাইপারফরম্যান্স দলের ম্যানেজার জামাল বাবু কয়েকজন ক্রিকেটারের করোনা আক্রান্তের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে দ্বিতীয়বারের পরীক্ষায় ক্যাম্পের সবাই নেগেটিভও এসেছে জানিয়ে তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের আগে ক্যাম্প শুরুর সব প্রস্তুতি ছিল। তবে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের জন্য প্রথম করোনাভাইরাস পরীক্ষায় আমাদের কয়েকজন ক্রিকেটার পজিটিভ প্রমাণিত হয়।
যদিও বুধবার আমরা আবার পরীক্ষা করিয়েছি, যেখানে সবাই নেগেটিভ এসেছে।’
সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ তারিখ অনুশীলন শুরু হবে জানিয়ে জামাল বাবু বলেন, ‘সতর্কতার জন্য আগামীকাল আমরা আরেকটা পরীক্ষা করবো। এই পরীক্ষায় নেগেটিভ এলে শনিবার আমরা চট্টগ্রামে যাবো। ২৩ তারিখ থেকে শুরু হবে অনুশীলন।’
হাই পারফরম্যান্স স্কোয়াড:
তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৈহিদ হৃদয়, আনিসুল ইসলাম, ইমরানুজ্জামান ইমরান, আকবর আলী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, রেজাউর রহমান রাজা ও রুহেল মিয়া।