Logo
×

Follow Us

খেলাধুলা

বিশ্বের এলিট বাস্কেটবল রেফারির তালিকায় বাংলাদেশের সবুজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ২২:৪১

বিশ্বের এলিট বাস্কেটবল রেফারির তালিকায় বাংলাদেশের সবুজ

আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত (ফিবা) রেফারি সবুজ মিয়া

বিশ্বের এলিট বাস্কেটবল রেফারির তালিকায় বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত (ফিবা) রেফারি সবুজ মিয়ার নাম অন্তর্ভুক্ত হয়েছে। 

শনিবার (২১ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন (বিবিএফ)।

গেল বছরের ১৫ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ফিবা গেমস অফিসিয়ালস লাইসেন্সিং ২০২১-২০২৩ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি পর্যায়ে বাছাই পরীক্ষা শেষে ১৫ আগস্ট ২০২১ ফলাফল প্রকাশ করে আন্তর্জাতিক ফিবা। এতে কৃতকার্য হয়ে দ্বিতীয়বারের মতো ব্ল্যাক লাইসেন্স পান সবুজ মিয়া।

২০১২ সালের ১৪-১৬ অক্টোবর ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাস্কেটবল রেফারিজ ক্লিনিকে অংশগ্রহণ করে সাফল্যের সাথে আন্তর্জাতিক রেফারির লাইসেন্স অর্জন করেন সবুজ মিয়া। পরবর্তীতে ২০১৩, ২০১৬ ও ২০১৯ সালে ফিবা গেমস অফিসিয়ালস লাইসেন্সিং পরীক্ষায় অংশ নিয়ে লাইসেন্স নবায়ন করতে সক্ষম হন।

দেশের একমাত্র আন্তর্জাতিক বাস্কেটবল রেফারি সবুজ মিয়া বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত আছেন। তিনি বর্তমানে এপিবিএনে কর্মরত থেকে পুলিশের চাকরির পাশাপাশি একই সঙ্গে বাস্কেটবল রেফারিং ও বাস্কেটবল কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫