Logo
×

Follow Us

খেলাধুলা

তিন সপ্তাহ জন্য ছিটকে গেলেন ইকার্দি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ২১:০৫

তিন সপ্তাহ জন্য ছিটকে গেলেন ইকার্দি

চোট পেয়ে মাঠ ছাড়ছেন পিএসজি ফরোয়ার্ড মাউরো ইকার্দি

প্যারিস সেন্ট জার্মেইর স্ট্রাইকার মাউরো ইকার্দি তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। 

শুক্রবার (২০ আগস্ট) ফরাসি লিগ ওয়ানে ব্রেস্টের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে ডান কাঁধে চোট পান তিনি।

ম্যাচের দিন কাঁধের ব্যথায় যন্ত্রণাকাতর হয়ে ৮৬তম মিনিটে মাঠ ছাড়েন ইকার্দি। ২৮ বছর বয়সী স্ট্রাইকার স্তাদে ফ্রাঙ্কিস লে ব্লে ছাড়েন ডান হাত স্লিংয়ে ঝুলিয়ে। শনিবার তার স্ক্যান করা হয়।

স্ক্যান রিপোর্টে কোনো ধরনের চিড় ধরা পড়েনি বলে জানায় পিএসজি। তবে যথেষ্ট ক্ষতি হয়েছে। তাতে করে আগামী রবিবার রেইমসের মাঠে দেখা যাবে না তাকে। এমনকি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়েও তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে আগামী ৩, ৬ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫