Logo
×

Follow Us

খেলাধুলা

বায়ার্নের গোল উৎসব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৭

বায়ার্নের গোল উৎসব

বায়ার্ন মিউনিখ বুন্ডেসলিগায় প্রথম ম্যাচেও ছিল একটু দিশেহারা। তবে পরের ম্যাচেই স্বরূপে ফেরা দলটি এরপর থেকে হয়ে উঠেছে বিধ্বংসী। প্রতিপক্ষ যেই হোক না কেন, গুঁড়িয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য তাদের। সেই ধারাবাহিকতায় এবার লিগে নবাগত বোহোমের জালে ৭টি গোল দিয়েছে শিরোপাধারীরা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি ৭-০ গোলে জিতেছে বায়ার্ন। এই মৌসুমে এখন পর্যন্ত বায়ার্ন আট ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৩৮ বার!

১১ বছর পর বুন্দেসলিগায় ফেরা দলটির জালে গোলের সূচনা হয় ম্যাচে সপ্তদশ মিনিটে। দারুণ বাঁকানো ফ্রি কিকে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন লেরয় সানে। অবশ্য প্রতিপক্ষের অপরিকল্পিত ও অগোছালো রক্ষণ প্রাচীরের দায়ও আছে যথেষ্ট।

প্রথমার্ধেই আরও তিনবার বোহোমের জালে বল জড়ায়। ২৭তম মিনিটে কিমিখের শট একজনের গায়ে লেগে জালে জড়ায়। পাঁচ মিনিট পর টমাস মুলারের দারুণ থ্রু বল ধরে গতিতে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান বাড়ান সার্গে জিনাব্রি।

আর বিরতির ঠিক আগে বোহোমের ডিফেন্ডার ভাসিলিস নিজেদের জালেই বল জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে ধেকে বিরতিতে যায় বায়ার্ন।

৬১তম মিনিটে কাছ থেকে অনায়াস এক টোকায় স্কোরশিটে নাম লেখান রবার্ট লেভানদোভস্কি। চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবকটিতেই জালের দেখা পেলেন এই পোলিশ তারকা।

সাত ম্যাচে তার গোল হলো ১১টি। এর মধ্যে লিগে পাঁচ ম্যাচে ৭টি।

এরপর ৬৫তম মিনিটে কিমিখ ও ৭৯তম মিনিটে এরিক মাক্সিম চুপো-মোটিং গোল করলে বিশাল জয়ের আনন্দে মাঠ ছাড়ে বায়ার্ন।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন।

চার ম্যাচের চারটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ভলফসবুর্ক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫