বঙ্গবন্ধু বিপিএল
টানা দ্বিতীয় জয় রাজশাহী রয়্যালসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:২৩

বঙ্গবন্ধু বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল রাজশাহী রয়্যালস। শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে হারিয়েছে ৮ উইকেটে। ৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় রাজশাহীর।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৯১ রানে অলআউট হয় সিলেট। সর্বোচ্চ ২০ করে রান করেছেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন। এছাড়া রনি তালুকদার ১৯ এবং জনসন চার্লসের অবদান ১৬ রান। অলোক কাপালি ৩ এবং ফরহাদ রেজা ও রবি বোপারা নিয়েছেন দুইটি কেরে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে ভাঙে রাজশাহীর ওপেনিং জুটি। নাঈম হাসান বোল্ড করে ফেরান হযরত উল্লাহ জাজাইকে। পরে ৬২ রানের জুটি গড়ে দলের হাল ধরেন লিটন দাস ও আফিফ হোসেন। আফিফ আউট হয়েছেন ৩০ করে। চুয়াল্লিশে অপরাজিত ছিলেন লিটন। ২ উইকেট হারিয়ে রাজশাহী করে ৯৫ রান।
এদিকে চলতি আসরে দুই ম্যাচ খেলে জয়হীন রইলো সিলেট।