
আনসু ফাতি। ছবি: সংগৃহীত
বয়স মাত্র ১৮। গত বছরই বিশ্বকে নিজের প্রতিভার কথা জানান দিয়েছেন। তবে ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন ৩২২ দিন। এরপর আবার লিওনেল মেসি বার্সা ছাড়ার পর ১০ নম্বর জার্সিটার ভারও কাধে নিতে হচ্ছে। এতো চাপে ১৮ বছরের এক কিশোরের ভেঙে পড়ারই কথা। তবে নামটা যে আনসু ফাতি। বার্সার এই বিস্ময় বালক ফিরেই করেছেন গোল, আর দল পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ছেড়েছে মাঠ।
সম্প্রতি বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছিলে না। তবে, লা লিগায় ষষ্ঠ ম্যাচে এসে আবারও জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। রবিবার (২৬ সেপ্টেম্বর) নিজেদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লেভান্তেকে।
প্রথমার্ধের দুই গোল করেছেন মেমফিস ডিপাই ও ডি ইয়ং। আর শেষ মুহূর্তে ক্লাব ছেড়ে যাওয়া লিওনেল মেসির ১০ নাম্বার জার্সি পরে প্রথম খেলতে নেমেই গোল পেয়েছেন আনসু ফাতি।
লা লিগায় তৃতীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। লেভান্তে ৭ ম্যাচে তৃতীয় হারে ৪ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে জায়গা হয়েছে।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার ছিল পুরোপুরি আধিপত্য। প্রথম ১৪ মিনিটের মধ্যে লেভান্তে ব্যাকফুটে। দুটি গোলই হয়েছে এই সময়ে। ৬ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় বার্সেলোনা। মেমফিস ডিপাই লক্ষ্যভেদ করে কাতালানদের এগিয়ে নেন।
১৪ মিনিটে ব্যবধান ২-০ হয়। প্রতি আক্রমণ থেকে দেস্তের পাসে ডি ইয়ং বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে জোরালো শটে জাল কাঁপান।
বিরতির পরও বার্সার আক্রমণে ভাটা পড়েনি। তবে গোল এসেছে একেবারে শেষ মুহূর্তে। ৮১ মিনিটে ইয়ংয়ের জায়গায় ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নামেন আনসু ফাতি। নেমেই ঝলক দেখিয়েছেন। যোগ করা সময়ে আনসু ফাতি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে দলকে বড় জয় এনে দেন।