এইচপি দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছে এ দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮

এইচপি দলের বিপক্ষে ব্যাট করছে মুশফিকুর রহিম
চট্টগ্রামে চার ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এইচপি দলের বিপক্ষে ৩১ রানে জয় পেয়েছে ‘এ’ দল। এই জয়ে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান জড়ো করে ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ১২৮ রান ((২২১ বল) করেন মুমিনুল হক। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ (৮৫ বল), মুশফিকুর রহিম ৬১ (৫৩ বল), মোহাম্মদ মিঠুন ২৫ রান (১৬ বল) করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দলকে এনে দেন উড়ন্ত সূচনা। দুজনই তুলে নেন অর্ধশতক। ৫৬ বলে ৭১ রান করে বিদায় নেন ইমন। তাকে অনুসরণ করে তামিমও সাজঘরে ফেরেন ৮৬ বলের মোকাবেলায় ব্যক্তিগত ৭৪ রানে।
তাদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। হাল ধরার চেষ্টা করেছিলেন তৌহিদ হৃদয়। তবে অর্ধশতকের খুব কাছ থেকে (৫৭ বলে ৪৭ রান) তাকে ফিরতে হয় সাজঘরে।
শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এইচপির সংগ্রহ দাঁড়ায় ২৯২ রান, ৯ উইকেট হারিয়ে। এতে ‘এ’ দল পায় ৩০ রানের জয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে এই সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছেন মুশফিকুর রহিম রুবেল হোসেন, শামীম হোসেন পাটোয়ারি ও আমিনুল ইসলাম বিপ্লব। মুশফিক ও রুবেল ‘এ’ দল এবং শামীম ও বিপ্লব এইচপি দলের একাদশে ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ দল : ৩২২/৭ (৫০ রান)
মুমিনুল ১২৮, শান্ত ৬৭, মুশফিক ৬১, মিঠুন ২৫
রাজা ৪২/৪
এইচপি দল : ২৯১/৯ (৫০ ওভার)
ইমন ৭১, তামিম ৭৪, হৃদয় ৪৭
নাঈম ৪৯/৬, রাব্বি ৪৫/২, তাইজুল ৪৬/১, মিঠুন ৩৭/১
ফল : বাংলাদেশ ‘এ’ দল ৩১ রানে জয়ী।