
মেরিনার্স ইয়াংস ক্লাব
ক্লাব কাপ হকিতে অন্যতম বড় দল মেরিনার্স বড় জয়ে শুরু করেছে টুর্নামেন্ট। শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৭-২ গোলে হারিয়ে মৌসুমসূচক টুর্নামেন্ট ক্লাব কাপ শুরু করেছে মেরিনার্স ইয়াংস ক্লাব।
প্রথমে হকি অঙ্গনে বাতাস ছিল মেরিনার্স এবার ভালো দল করছে না। কিন্তু এসব কথাকে গুজবে পরিণত করে প্রিমিয়ার লিগের বর্তমান রানার্সআপ দলটি চ্যাম্পিয়নশিপে লড়াইয়ের লক্ষ্য নিয়েই দল তৈরি করেছে।
অন্য দুই বড় ক্লাব মোহামেডান ও আবাহনীর আগেই তারা উড়িয়ে এনেছে চার বিদেশি খেলোয়াড়। শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচেই ভারতীয়দের খেলিয়েছে, প্রথম ম্যাচেই দলের ৭ গোলের তিনটি করেছেন ভারতীয়রা।
মেরিনার্সের দুটি গোল করেছেন মিলন হোসেন এবং ভারতীয় সাতেন্দার কুমার। অন্য তিন গোল সোহানুর রহমান, ফজলে রাব্বি ও ভারতীয় সুজিৎ সিং। বাংলাদেশ স্পোর্টিংয়ের গোলদাতা আকিব ও রায়হান।
দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংক ২-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। গোল করেছেন সোনালী ব্যাংকের রকিব ও রানা এবং আজাদ স্পোর্টিং ক্লাবের পরিমল।