Logo
×

Follow Us

খেলাধুলা

জামালদের রেখেই ঢাকায় ফিরলেন অস্কার ব্রুজোন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ২৩:৪২

জামালদের রেখেই ঢাকায় ফিরলেন অস্কার ব্রুজোন

ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করায়, ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এর একদিন পরেই দলকে রেখে ঢাকায় ফিরেছেন কোচ অস্কার ব্রজোন।

বাংলাদেশ দলের ফুটবলার ও বাকি স্টাফরা দেশে আসার বিমান ধরবেন আগামী ১৭ অক্টোবর। দলের সাথেই আসার কথা ছিল কোচ ব্রুজোনের। কিন্তু নিজের ফ্লাইট একদিন এগিয়ে এনে ঢাকায় ফেরেন তিনি। 

ঢাকা থেকে দ্রুতই নিজের দেশ স্পেনের উদ্দেশ্যে পাড়ি দিবে ব্রুজোন। টানা কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। আর তাই নিজের বিশ্রাম করা উচিত বলে মনে করছেন তিনি। এজন্যই আগেভাবে ঢাকায় ফিরলেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপে এবার শিরোপার দাবিদার না হলেও বাংলাদেশের লক্ষ্য ছিল ফাইনাল খেলা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দীর্ঘক্ষণ খেলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।

তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে হেরেই বিপত্তিতেই পড়ে বাংলাদেশ। তবুও শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত ছিল অস্কারের শিষ্যদের। কিন্তু বিতর্কিত পেনাল্টিতে স্বপ্নভঙ্গ হয় জামাল ভূইয়াদের।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫