ফুটবলারদের ‘অনাগ্রহে’ বাতিল হলো জাতীয় দলের অনুশীলন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ২০:৪৫

বাংলাদেশ দলের অনুশীলন
জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন পতুর্গিজ কোচ ম্যারিও ল্যামোসের। তার অধীনে প্রথম দিনে রিপোর্টিংয়ে এসেছিলেন মাত্র তিনজন ফুটবলার। মঙ্গলবার (২৬ অক্টোবর) দ্বিতীয় দিনে যোগ দিয়েছেন আরও দুজন। সবমিলিয়ে পাঁচজন হওয়ায় আর মাঠে বল নিয়ে অনুশীলনে নামতে পারেননি কোচ ল্যামোস। ফলে বাধ্য হয়ে পাঁচজন নিয়ে জিমে কিছুটা সময় কাটিয়েছেন তিনি।
জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়দের অনুপস্থিতির এমন চিত্র এর আগে কখনো হয়নি। জাতীয় দলের সিনিয়র গোলরক্ষক শহিদুল আলম সোহেল মাত্র পাঁচজনের উপস্থিতি নিয়ে বলেন, ‘এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়। তারপরও আমার মনে হয় খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত।’
৮ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় চার জাতির টুর্নামেন্ট শুরু হবে। ৫ নভেম্বর দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। এর আগে খেলোয়াড়দের ক্লান্তি এবং অনেকের ক্যাম্পে না আসার বিষয়টি টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কিছুটা শঙ্কার মধ্যে ফেলেছে।
জাতীয় দলের ভারপ্রাপ্ত ম্যানেজার ইমতিয়াজ হামিদ সবুজ অবশ্য তেমন শঙ্কা দেখছে না। তার মন্তব্য, বাংলাদেশ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। খেলোয়াড়দের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আজ আরও দুজন এসেছেন, রাতে কেউ আসবেন আবার আগামীকালও অনেকে আসবেন।’
জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় বিশেষত যারা বসুন্ধরা কিংসে আগামী মৌসুমে খেলবেন, তারা ক্লাবের অনুমতির কথা বলছেন ক্যাম্পে যোগদানের বিষয়ে। তবে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের বক্তব্য, এ মুহূর্তে তাদের ক্যাম্প নেই। খেলোয়াড়রা নিজ নিজ ব্যবস্থাপনায় আছেন।
জাতীয় দলের ফুটবলাররা ঘরোয়া লিগ, আন্তর্জাতিক ম্যাচ খেলে অনেকটা ক্লান্ত। এ ক্লান্তির সঙ্গে বাফুফের খেলোয়াড়দের সমন্বয়হীনতায় জাতীয় দলের ক্যাম্পে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে।