Logo
×

Follow Us

খেলাধুলা

ফের ইনজুরির কবলে আনসু ফাতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ২০:৫০

ফের ইনজুরির কবলে আনসু ফাতি

আনসু ফাতি

ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে লম্বা সময় পর ফিরেছিলেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। মেলে ধরার ইঙ্গিতও দিয়েছিলেন দারুণভাবে। কিন্তু সেই হাঁটু ফের বেঁকে বসল।

রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়া ক্লাসিকোয় ফিরে আসে ফাতির পুরনো চোট। বুধবার (২৭ অক্টোবর) টুইটারে এ দুঃসংবাদ দিয়েছে বার্সেলোনা।

বার্সা জানিয়েছে, ‘মূল দলের খেলোয়াড় আনসু ফাতির ডান হাঁটুতে ব্যথা রয়েছে। আসছে ম্যাচে তাকে পাওয়া যাবে না এবং সেরে ওঠার ওপর নির্ভর করবে তার মাঠে ফেরা।’

লা লিগায় বুধবার রাতে রায়ো ভায়েকানোর মাঠে নামবে বার্সেলোনা।

এ নিয়ে দলটির চোটের মিছিল দীর্ঘায়িত হলো আরও। ক্লাসিকোর পর মিডফিল্ডার ডি ইয়ং ডান ঊরুর হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন বলে জানিয়েছিল দলটি। চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আছেন উসমান দেম্বেলে, মার্টিন ব্রাথওয়েট, পেদ্রি ও রোনালদ আরাহো।

রিয়ালের কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে অনুজ্জ্বল ছিলেন ফাতি। ৭৩তম মিনিটে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে তুলে সার্জিও আগুয়েরোকে নামিয়েছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। শেষ মুহূর্তে এক গোল করে ব্যবধান কমান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ওই ম্যাচে রিয়ালের দাভিদ আলাবার সঙ্গে সংঘর্ষে ব্যথা পান ফাতি। তবে সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেছিলেন, ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের এই সমস্যা তেমন গুরুতর কিছু নয়। তাকে ‘বিশ্রাম নিতে হবে’ বলে জানিয়েছিলেন কুমান।

ফাতির অনুপস্থিতিতে ভায়েকানোর বিপক্ষে মেমফিস ডিপাই, ফিলিপে কৌতিনিয়ো ও আগুয়েরো-এই তিন ফরোয়ার্ডকে নিয়ে আক্রমণভাগ সাজাতে পারেন কোচ।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫