
চলতি প্রিমিয়ার হকি লিগে দারুণ ফর্মে মেরিনার্স ইয়াংস ক্লাব। প্রথমবারের মতো ক্লাব জিতে মৌসুম শুরু করা দলটি লিগেও রীতিমতো অপ্রতিরোধ্য।
বাংলাদেশ পুলিশের জালে ৬ গোল দিয়ে লিগ শুরু করা মেরিনার্স দ্বিতীয় ম্যাচে ৭-১ গোলে দিলকুশা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে, তৃতীয় ম্যাচে ৬-০ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছিল।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নিজেদের চতুর্থ ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জালে গুনেগুনে ১৪ গোল দিয়েছে ক্লাব কাপ চ্যাম্পিয়নরা।
১৪ গোলের ৫টি করেছেন সোহানুর রহমান। চার গোল তাসিন আলীর। ২ গোল করেছেন ফজলে হোসেন রাব্বী। একটি করে গোল পারদ্বীপ মোর ও হৃদয়ের।
অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৩-১ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। সোনালী ব্যাংকের গোল করেছেন জুলহামিজান ২ টি ও জুনিয়র রকিবুল হাসান। অ্যাজাক্সেও গোলদাতা ওবায়দুল হোসেন জয়।