
ক্লাব কাপ জয়ের পর প্রিমিয়ার হকি লিগে দাঁপট দেখাচ্ছে টানা মেরিনার্স ইয়াংস ক্লাব। লিগে টানা পাঁচ ম্যাচ জিতেছে দাপটের সঙ্গে।
শনিবার (৩০ অক্টোবর) মওলানা ভাসানী স্টেডিয়ামে তারা ৪-১ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে।
চার গোলের তিনটিই করেছেন সোহানুর রহমান। এক গোল ফজলে হোসেন রাব্বির। অ্যাজাক্সের গোল করেছেন রামিম হোসেন।
অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৭-২ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে এবং বাংলাদেশ পুলিশ ৩-১ গোলে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।