
ব্রেট লি
১৪ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিকের ঘটনা ঘটেছে মাত্র তিনটি। যার দুটিই আবার ঘটেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথমটি ঘটেছে বিশ্বকাপ বাছাই পর্বের নেদারল্যান্ডস বনাম আয়ারল্যান্ড ম্যাচে। দ্বিতীয়টি বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে।
ব্রেট লি
বিশ্বকাপের প্রথম মৌসুমেই হ্যাটট্রিক দেখেছিল ক্রিকেট বিশ্ব। হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার ব্রেট লি, তাও নিজের শেষ ওভারে। ১৬.৩ ওভারে সাকিবকে কট বিহাইন্ড করে লির তাণ্ডব শুরু। পরের বলে ইয়র্কারে মাশরাফিকে বোল্ড করেন লি। পঞ্চম বলে অলক কাপালিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক ম্যান বনে যান অস্ট্রেলিয়ান গতিতারকা।
ওয়ানিন্দু হাসারাঙ্গা
এবারের হ্যাটট্রিকের গল্পটা একটু অন্যরকম। হ্যাটট্রিকটা হয়েছে দুই ওভার মিলিয়ে। আর হ্যাটট্রিক ম্যান থেকে গেছেন পরাজিত দলে! দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫ ওভারের খেলা চলছিল তখন। ওভারের শেষ বলে এইডেন মারক্রামকে বোল্ড করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গা চমকটা জমিয়ে রেখেছিলেন নিজের শেষ ওভারের জন্যই। ওভারের প্রথম বলে সেট ব্যাটার অধিনায়ক টেম্বা বাভুমাকে কাউ কর্নারে পাথুম নিসাঙ্কার ফাঁদে ফেলেন হাসারাঙ্গা। পরের বলেই ডোয়েইন প্রিটোরিয়াস লংঅনে ভানুকা রাজাপাকসের তালুবন্দি হলে বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক আসে এই লঙ্কান লেগির হাত ধরেই।
কার্টিস কাম্ফার
ছয় বিশ্বকাপ পর আবারও হ্যাটট্রিক দেখল ক্রিকেট বিশ্ব। তাও আবার ডাবল হ্যাটট্রিক! ডাচদের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচ। ডাচদের ইনিংসের দশম ওভার। ওভারের দ্বিতীয় বলে রিভিউ নিয়ে কলিন অ্যাকারম্যানকে কট বিহাইন্ড করেন আইরিশ বোলার কার্টিস কাম্ফার। তৃতীয় বলে রায়ান টেন ডেসকাটকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন কাম্ফার। চতুর্থ বলে উইকেট রক্ষক স্কট এডওয়ার্ডসকে রিভিউ করে এলবিডব্লুর ফাঁদে ফেলে কাম্ফার বনে যান বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় হ্যাটট্রিক ম্যান। আর পঞ্চম বলে রোইয়েলফ ফনডার মারউইকে বোল্ড করে ইতিহাসের পাতায় ঢুকে যান এই আইরিশ পেসার।