
নিষেধাজ্ঞার সঙ্গের পুরনো সখ্যতা আছে মোহাম্মদ হাফিজের। পাকিস্তানের এই অলরাউন্ডার এর আগেও বেশ কয়েকবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষেধাজ্ঞায় পড়েছেন। পরে অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে পেয়েছেন হাত ঘুরানোর অনুমতি। এবার আর আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।
ইংল্যান্ডে গত আগস্টে টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্স আর সমারসেটের মধ্যকার ম্যাচে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেন আম্পায়াররা। পরে আইসিসির অনুমোদিত পরীক্ষাগার লাফবোরো ইউনিভার্সিটিতে অ্যাকশন পরীক্ষা দেন। সেই পরীক্ষাতেই অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে তার।
লর্ডসে বোলিং রিভিউ গ্রুপের শুনানিতে হাফিজকে ইংল্যান্ডের সব ধরনের প্রতিযোগিতায় বোলিং নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে অ্যাকশন শুধরে আবারো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে বোলিং নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবেন হাফিজ।