Logo
×

Follow Us

খেলাধুলা

‘লা লিগার ইতিহাস হতে পারা আমার জন্য গর্বের’ অষ্টম পিচিচি জিতে মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ২২:১৬

‘লা লিগার ইতিহাস হতে পারা আমার জন্য গর্বের’ অষ্টম পিচিচি জিতে মেসি

মেসির হাতে পিচিচি ট্রফি তুলে দিচ্ছেন মার্কার পরিচালক হুয়ান গ্যালার্দো

নিজের অষ্টম পিচিচি ট্রফি পেয়ে গেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। স্প্যানিশ দৈনিক মার্কার পক্ষ থেকে লা লিগার সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় এই পুরস্কার। ১৯২৯ সাল থেকে দেওয়া পুরস্কারটি সর্বোচ্চ অষ্টমবারের মতো জিতলেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার জিতেছেন স্প্যানিশ ফরোয়ার্ড টেলমো জারা। 

সোমবার (২৯ নভেম্বর) তার হাতে পিচিচি ট্রফি তুলে দেন মার্কার পরিচালক হুয়ান গ্যালার্দো। এরপর নিজের অনুভূতির কথা জানিয়েছেন মেসি। বলেছেন, এই পুরস্কারটি জিততে পেরে সম্মানিত তিনি। কেউ তার চেয়ে বেশি আর জিততে পারবেন কি না, এই ব্যাপারেও নিশ্চিত না আর্জেন্টাইন তারকা।

তিনি বলেছেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ প্যারিসে আসার জন্য। আমি জানি না আমাকে ছাড়িয়ে যেতে কাউকে দেখবো কি না। কিন্তু এটুকু বলতে পারি, লা লিগার ইতিহাস হতে পারা আমার জন্য গর্বের ব্যাপার। মনে হয়েছিল জারাকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব, কিন্তু শেষ পর্যন্ত আমি পেরেছি। সবকিছুর জন্য খুবই কৃতজ্ঞ।’

চলতি মৌসুমের আগে লা লিগার ক্লাব বার্সেলোনা ছেড়ে এসেছেন তিনি। ক্লাবটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ হয়েছে তার। এখন খেলছেন পিএসজির হয়ে। গত মৌসুমের গোলের জন্য পিচিচি জিতেছেন তিনি। জিতেছেন সমর্থকদের ভোটে পাওয়া মার্কা গালা পুরস্কারও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫