Logo
×

Follow Us

খেলাধুলা

টেস্টে খালেদের প্রথম শিকার বাবর আজম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১৩:১৬

টেস্টে খালেদের প্রথম শিকার বাবর আজম

টেস্ট ক্যারিয়ারে ৪১৮ বল করার পর তৃতীয় টেস্টে এসে প্রথম শিকারের দেখা পেলেন খালেদ

বাবর আজমকে ফিরিয়ে দিয়ে টেস্টে প্রথম উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। আগের তুলনায় এ দিন সকাল থেকে মোটামুটি ভালো বোলিং করছিলেন খালেদ। উইকেট ধরা দিল সেই ধারাবাহিকতায়। উইকেট সোজা বল লেংথে পিচ করে একটু স্কিড করে ও নিচু হয়ে যায়। বাবর ফ্লিকের মতো করতে গিয়ে লাইন মিস করেন। বল লাগে প্যাডে। আম্পায়ার আঙুল তুলে দিতে সময় নেননি খুব একটা।

বাবর টিকতে পারেননি রিভিউ নিয়ে, বরং একটি রিভিউ হারায় পাকিস্তান। টেস্ট ক্যারিয়ারে ৪১৮ বল করার পর তৃতীয় টেস্টে এসে প্রথম শিকারের দেখা পেলেন খালেদ।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। চতুর্থ দিনেও খেলা নির্ধারিত শুরু হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫